জ্বাল জ্বাল জ্বাল প্রেমের বাতি, হৃদি আলো করে ।
নিবায়ে দে মায়ার প্রদীপ, বিবেক হাওয়ার জোরে ।
মায়াতে দয়া মিশায়ে, দেহতরী দে ভাসায়ে
অনুরাগের বাদাম দিয়ে, চালাও তরী ভক্তিদাড়ে ।
জ্ঞানের হালটি রেখো দড়, পারাপার তাতে নির্ভর
বিশ্বাসে আশ্বাস কর, নির্ভর সরল অন্তরে ।
ঘূর্ণিপাকে ঘোর বিপাকে, প্রাণ ভরিয়ে ডেকো তাকে
পড়লে পরে উজান বাঁকে, ভক্তিগুণে টেনো ধরে ।
ঘটাতে ঘোর প্রলয়, তাতে কত কু হাওয়া বয়
মনোমোহন কয় হয়ে নির্ভর, বল জয় দয়াময় বদন ভরে ।।