গুরু সত্য ব্রহ্মময় ।
যে ভাবেতে ভাব, সে ভাব উদয় ।।
অনন্ত এই বিশ্ব, দ্রষ্টা দৃক দৃশ্য
ত্রিগুণে নির্গুণে লীলা নিত্যময় ।।
নিত্য নিরাকার, রহস্য সাকার
অনন্ত স্বভাবে ভাবের পরিচয় ।।
করে খণ্ড খণ্ড, ভাবরে অখণ্ড
স্বরুপে অরুপে ব্রহ্ম দয়াময় ।।
স্বভাব কর সিদ্ধি, হবে ভুত শুদ্ধি
হয়ে জ্ঞান বুদ্ধি বিদ্যার উদয় ।
পরাৎপরা বিদ্যা, নাশিবে অবিদ্যা
হলে যুক্ত বিদ্যা সিদ্ধ মৃত্যুঞ্জয় ।
কালে দিয়ে ফাঁকি, পাবে দিবা আঁখি
দেখিবে ব্রহ্মাণ্ড শুধু আত্মময় ।।
শক্তি আর চৈতন্য, দেখিবে অভিন্ন
জড় বস্তু জ্ঞান হয়ে যাবে লয় ।।
বাসনা কামনা কিছু রহিবে না
ভাবে ভাব যুক্ত হইবে হৃদয় ।।
আশা পথ চেয়ে, গাছতলাতে শুয়ে
আছে মনোমোহন, হয় কি না হয় ।।