মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৯৬

পথ দেখায়ে দাও আমারে
কেমনে যাবো তোমার কাছে ।
তুমি নইলে কে দেখাবে
তোমার মতন আর কে আছে ।
ছিলাম আমি তোমার কোলে, খেলাতে দিয়েছো ঠেলে
খেলায় ভুলে পথ ভুলেছি, অন্ধকার ঘেরিছে পাছে ।
দৌড়াদৌড়ি করে সরে পড়ে গেছি অনেক দূরে
এখন আবার তোমার ধারে, যেতে প্রাণ কেঁদে উঠেছে ।
পথ দেখিনা কেমন করে, যেতে বলো তোমার দ্বারে
আমার পথে একা আমি, যার যার পথে সব চলেছে ।
পথ ভ্রান্ত পান্থ আমি, অভ্রান্ত নাবিক তুমি
সকাল সকাল দেওনা বেয়ে, বেলা তো বাড়িয়া গেছে ।
পাথেয় যা ছিলো সঙ্গে, খরচ করে নানা রঙ্গে
আতঙ্কে মরি তরঙ্গে, ওপার যাওয়া দায় হয়েছে ।
প্রভু আমার দয়া করে, অনুকূল বাতাসের জোরে
টেনে লওহে তোমার দ্বারে, মনোমোহন নইলে ঠেকেছে ।
শুনেছি আমি লোকের মুখে, তোমার নামে কেউনা ঠেকে
যত পাপী তাপী পার করিতে, তোমায় তারা দেখেছে ।
পথ হারা হয়ে পথে, পাড়িয়ে ঘোর বিপদে
শুনছি আমি দিয়েছো পথ, যে তোমায় একবার ডেকেছে ।।