ভাবরে মন ভবেশ, ভব ভয় নাশক ।
ঈশান বিষাণধারী, প্রলয় শিঙ্গা নাদক ।
বাঘান্বর পরিধান
শূলীশম্ভূ পঞ্চানন
কম্বুগ্রীব নীলকণ্ঠ, ভালে শশী পাবক ।
সুমণ্ডিত জটাজুট
ফণীফণা লটপট
স্বরাট বিরাটরুপ, শিব শিব দায়ক ।
ত্রিপুর দহনকারী
কন্দর্প দরপহারী
ধূর্জটী পিণাক পাণি, শূলী শ্মশান শায়ক ।
শ্বেতকায় মনোহর
বিভূতি ভূষিত হর
বিশ্বনাথ বিশ্বেশ্বর, সকল দুঃখ হারক ।
ভূতপতি ভূতনাথ
ব্যোমকেশ বিন্দুনাদ
প্রকাণ্ড ব্রহ্মাণ্ড অণ্ডে, অনাদি আদি নায়ক ।
গিরিজাপতি গিরীশ
জাহ্নবী ধর যোগেশ
বৃষভ আরূঢ় হর, নরশির ধারক ।
ভো, দেব তব আরতি
অজ্ঞান অতি অকৃতি
সুর তাল লয় হীন, মনোমোহন গায়ক ।
আশুতোষ আশুতোষ
ক্ষম মম যত দোষ
শুভঙ্কর হে শঙ্কর, শিব সুবিধায়ক ।।