মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৪০৪

সাজরে সাজ সমরে, ঐ শোন বাজে
দেহক্ষেত্র রণক্ষেত্র, সুরাসুর দুই পক্ষ তারা ।
স্মরণ মনন আদি চাকা দিয়ে রথে
ভজন পূজন দুটি অশ্ব জুড়ি তাতে
বলগা রশি দেও বিবেকের হাতে
সত্য ধ্বজা দিয়ে ছাড়ো হুহুঙ্কার ।
পৃষ্ঠিতে বাঁধিয়া জ্ঞান দিব্যতুণ
আকর্ণ টানিয়া ধনুকের কোণ
ভকতি ছিলা লাগাও তাতে গুণ
ভাবাবেশে শেষে করবে টঙ্কার ।
আত্মশয় তাতে যোজন করিয়া
শ্রীগুরু চরণ কমল স্মরিয়া
ব্রহ্মপদ লক্ষ্য দাওহে ছাড়িয়া
ব্রহ্মহত্যা পাপে হরে নে বিকার ।
করতে যদি পারো অব্যার্থ সন্ধান
অনিমিষ চোখে থাকে যদি ধ্যান
প্রাণ শরে বিদ্ধ হবে মহাপ্রাণ
ত্রাণ পাবে মনো কি ভয় তাহার ।।