আলোকে আঁধারে, বহুরুপ ধরে নিশি দিবা করো খেলা ।
কে তুমি কি নাম তব, অবসর নাই সারা বেলা ।
মলয় বাতাসে ফুটে ফুলকলি, মধু লোভে তার জুটে কত অলি
প্রভাতে সন্ধ্যায় বিহগে গীত গায়, চাঁদনী বিতরে আলোক মালা ।
সাজে সাজে এই সাজায়ে ধরণী, লুকাইয়ে তার ভিতরে আপনি
আপনি আপন করিয়ে গোপন, ভুলায়ে রেখেছো নিজে হয়ে ভোলা ।।