মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৮৬

পঞ্চে পঞ্চ যাবে যদি, না রবে বারণ ।
পঞ্চত্ব না পেতে কর, পঞ্চকে বরণ ।
পঞ্চভাবের স্বভাব ধরে, পঞ্চকে বঞ্চনা করে
প্রপঞ্চ ছাড়িয়ে হও, মাটির মতন ।
বেদ ছাড়া বেদ পড়, বিধি ছাড়া বিধি ধর
করণ ছাড়া কার্য কর, হবেনা মরণ ।
এক আত্মা একই প্রাণী, এক আগুন একই পানি ।
এক বিনা আর নাহি জানি, যে বলুক যেমন ।
স্বভাবেতে তত্বকথা, নিগুম ঘরে আছে গাঁথা
স্বভাব নইলে সকল বৃথা, সত্য নিরুপণ ।
লাগাইয়া ভাবের ডুরি, স্বভাবের ভাব কর চুরি
অনায়াসে যাবে তরি, কহিছে মনোমোহন ।।