মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৬৬

আজ একটি রঙ্গের কথা বলতে এলেম
শুনতে যদি ভালো লাগে ।
গাঙ্গ পার হয়ে বলবো আমি
ভয় নাই আমার বুক ঠুকে ।
পড়ছি আমি এবিসিডি হাতে দিছি সোনার আংটি
চেহারাখান পরিপাটি, চেইন যড়ি ঝুলিছে বুকে ।
চোখ থুয়ে হয়েছি কানা, চশমা চোখে বাবুয়ানা
স্ত্রীর গায়ে সোনার গয়না, ছেড়া তেনা দেই মাকে ।
মনে মনে করি বিচার, জ্ঞান ছিলোনা বাপ দাদার
শব্দ শুনলে শঙ্খ ঘন্টার, অমনি ফেলি কান ঢেকে ।
দেখলে পরে বাউলের দল, হেট মুখ করে থাকি কেবল
সাহেব বিবির চরণ কমল, পাই যদি হায় রাখি বুকে ।
বেদ বেদান্ত চাষার গান, অলীক সাহেব দেয় প্রমাণ
হায় বিবিজান হায় মেরে জান, রায় বাহাদূর কয় লোকে ।
হেয়ালি প্রবন্ধে কই, বল দেখি আমি কে হই
মনোমোহন কয় হবে ঠিকই, অসুরের মত লাগে ।।