মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৮১

কও দেখি মন আমার কাছে, তুমি হিন্দু না কি মুসলমান ।
আল্লা না হরি তোর ঠাকুর বটে রে, তুই কে তোর মনিব কে রে, কররে ইনসান ।
তুমি আমি আদি যত কায়া আছে, কে বিরাজে বলো এসব কায়ার মাঝে
প্রাণে প্রাণে টানে টানে, জাত বিচার নাই দেখি প্রমাণ ।
আওরতে মরদে তামাম দুনিয়া, আলেকসাঁই গুরু পয়দিস করিয়া
দিলের মাঝে আছে নিজে লুকাইয়া, করিয়া দেখ সন্ধান ।
জাতে ভাতে তাতে নাহি ঠেলাঠেলি, প্রাণে প্রাণে করে প্রেমের কোলাকুলি
কেউবা হরি বলি, কেউবা আল্লা বলি, বলে বলে রলো মূলেতে হয়রান ।
যদি একে আরে না টানিতো কভু, ভেদাভেদ করে বেছে নিতাম প্রভু
ভেবে দেখ দিলে, যোগ দিলে সব মিলে, মনোমোহন কেন হলি পেরেশান ।
জনমে মউতে আওরতে মরদে, এক ডুরীতে বাঁধা আসমানে জমিতে
আপ্তাবদ্দীন কয়, হতে পারলে হয়, জ্ঞানী দেখে সত্য, ফুটলে আত্মজ্ঞান ।।