মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৭৫

সাধরে স্বয়ম্ভূ যোগ, গোপনে অতি যতনে ।
বহিঃ শিব হৃদে শক্তি, শ্রীহরি বল বদনে ।
সারুপ্য সাধনে আন, অতীন্দ্রীয় রুপ ধ্যান
অনিমেষ চোখে দেখ, কৈবল্য কেবলং ধনে ।
প্রকৃতি পুরুষ সনে, দেখ তারে একাসনে
সাযুজ্য সাধনে আছে, ছদ্মবেশে এ ভুবনে ।
সর্বং খলু ইদং ব্রহ্ম, বুঝিয়ে সাধো রে মর্ম
অন্তর বাহির এক, মোহং শিব সাধনে ।
আলোকে আঁধারে জোড়া, নাহি তার আগাগোড়া
ভাবরে চিন্ময় ছবি, নিয়ত নিদিধ্যাসনে ।।