অরুপ পানে আর যাইয়োনা মন
স্বরুপ পানে আকুল মনে, চেয়ে থাক অনুক্ষণ ।
ধরতে গেলে না দেয় যে ধরা, তারে ধরতে যেয়োনা মন সে তো অধরা,
ধরায় যেজন ধরা দিয়েছে, ধর যেয়ে তার চরণ ।
প্রাণে প্রাণে পৃথিবী জোড়া, পরখ করে
দেখনা আপন তুই কি প্রাণহারা
দেখবি যদি প্রাণের মানুষ, স্বরুপে কর দরশন ।
অরুপের রুপ স্বরুপে গড়া চেয়ে দেখ না
রুপেই ভাসে রুপের চেহারা,
কোন রুপে তুই ভুলে রলি, চোখ থুয়ে অন্ধ নয়ন ।
ধরায় যেরুপ দিয়াছে ধরা, তারে ধরতে
ডুবায়ে দেও নয়ন তারা,
ধরায় ধরে যাও না সেরে, অধরার কি প্রয়োজন ।
বলিরে মন খেলাতে বেহুশ, ধরতে গিয়ে
ঠকিসনা তুই অধরা পুরুষ,
রাইরুপে তার অঙ্গ ঢাকা, অরুপ স্বরুপ একই জন ।
লাগাইয়ে প্রেমের ডুরী, ধরায় ধরে শুন কেবল মোহন বাশরী,
কিশোরী পাসরি হরি, থাকতে নারে একই ক্ষণ ।
শ্রীহরি কিশোরীর খেলা, খেলোরে মন
করে যতন হয়ে বিভোলা,
তাতেই আছে নিত্যলীলা, লীলাতীত নিরঞ্জন ।
যোগে যাগে পাবিনা মন তারে, অনুরাগে কেনা
শুধু ব্যক্ত সংসারে,
ভক্তিভরে ডাকলে পরে, মনেই পাবি মনোমোহন ।।