পারলেম নারে স্বভাব বানাতে ।
সন্ধ্যা পূজায় কি হবে হবে তায়
না থাকলে মন আপন জোতে ।
কি করবো আর বল আমি
অন্তরেতে ঐ রাম রামী
কিছুতে না যায় ফইছকামী
সুখি হয় সে খোস নামীতে ।
সোনার খাঁচায় পালতেছি কাক
যায়না তার স্বভাবের ডাক
দুধ কলাতে মন ওঠেনা, তুষ্ট বিষ্ঠা ভক্ষণেতে ।
নিজে হয়ে বেদম বেহুশ, খুজে বেড়ায় পরের দোষ
কথায় কথায় করতেছে রোষ, অবিচারে যাতে তাতে ।
পাজী মন কথা শোনেনা, চোখ থুয়ে হয়েছে কানা
ঘুরে ফিরে তানা নানা
আনা গোনা দিনে রাতে ।
স্বভাব হয় সাধনের মূল, স্বভাবেই ফোটে ফুল
একূল সেকূল গেলো দুকূল, পারলামনা স্বভাব নিতে ।।