মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২১০

কে যেন আমারে লুকিয়ে ডাকে মনমাঝে ।
আমি কখনও পারিনা তারি লাগি যেতে বাজে কাজে ।
জনম অবধি সে আমারে চায়, ভুবন ভুলান তার করুণায়
বাঁধা আছি আমি যুগল রাঙ্গা পায়, ছাড়িয়া যাইতে মরি লাজে ।
প্রেমানন্দে তারে হৃদয়েতে রাখি, মুখোমুখি হয়ে আঁখি ভরে দেখি
পরাণে পরাণ করে মাখামাখি, থাকিতে বাসনা চরণে মজে ।।