মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৩৩

সকল দুঃখ অপসারি
বাজাও বংশী হৃদে নাথ, ওহে বংশীধারী ।
যে রবে নীরব ভব, অনাহত সেই রব
শুনিতে সাধ বড়, যুগল শ্রবণ ভরি ।
যে নাদে নাদে ভুবন, যে নাদে বিশ্ব মগন
মধুর মধুর সেই, বাজাও বাজাও মধুর ভেরী ।
নিদ্রিতেরে জাগাইতে, হবে ভেরী বাজাইতে
জাগাও জাগাও নাথ, বাজাও মুরারী ।।