সেই হয়েছে মানুষ রতন, সব থুয়ে যার কিছু নাই ।
পরশমণি সরস ধনি, প্রেম সায়রে খেলছে লাই ।
তুচ্ছ সম্পদ করে তুচ্ছ, সমান করে নীচ উচ্চ
অণ্তরে পেয়েছে রাজ্য, ফুল ফুটেছে আলেক সাঁই ।
কুল কলঙ্কের ভয় রাখেনা, কান থুয়ে সে ডাক শোনেনা
চোখ থুয়ে চোখে দেখেনা, মুখ থুয়ে তার কথা নাই ।
বেদ বিধানের নিষেধ মানা, কিছুই তার সে মানেনা
হৃদয়ে তার আরাম খানা, সোনা রুপা ভাবে ছাই ।
যোগ দিয়া সে একের ঘরে, ব্রহ্মপদ তুচ্ছ করে
ধনী বলি সে জনারে, না আছ ধনের বড়াই ।
মনোমোহন তার অন্বেষণে, মত্ত আছে আকুল প্রাণে
বিকাই জীবন শ্রীচরণে, এমন মানুষ যদি পাই ।।