যত সব গাছ পাগলে, পাগল বলে তারা আমায় কয় ।
তারা যে পাগলামী করে, সেই কথার কে নিকাশ লয় ।।
মাতালে কয় আমি মাতাল, তাইতে মুখে ওঠে চৈতাল
লেংটা পোংটা যত বৈতাল, কারোরে করিনা ভয় ।
চাইনা ভালো থাক তা তাদের, মন্দ আমার আমি মন্দের
চালুনী চায় সূচী ছিদ্রের, নিন্দা করে বড় হয় ।
ফাঁক তালের এ ফাঁকা হাসি, কখন ভালো নাহি বাসি
কাজে নাই আমার গয়া কাশী, জগতবাসী আমার নয় ।
সব মানুষে উজান রেখে, চলছি আমি ভাটির দিকে
যাবো আমি ঘোর নরকে, স্বর্গ যেন তাদের হয় ।
যার লাগিয়ে পাগল খোটা, তারে পাইলেই ঘুচে লেঠা
চায়না মনো দালান কোঠা, কিন্তু দয়া হলে হয় ।।