মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৮৪

আমার ভাঙ্গা প্রাণ কে দিবে জোড়া
গড়তে গেলে আরো ভাঙ্গে, হয়ে যায় সে দফা সারা ।
কি ঔষধি আছে তার, কে জানে বা প্রতিকার
জিজ্ঞাসিলে বলে দেব, আরো তাতে দিতে পোড়া
ক্ষণে ক্ষণে উঠে, প্রতিঘাতে অগ্নি ছোটে
উড়ে যায় আর পড়ে থাকে, ভাঙ্গা প্রাণের এমনি ধারা ।।