মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৪১৫

উৎসর্গ হইলো প্রাণ, আজি তব শ্রীচরণে ।
ভয় কি বল আছে আর, যম যন্ত্রণা মরণে ।
আমার বলে যাহা ছিলো, সকলই তোমার হইলো
আমায় তোমায় মিলিলো, প্রেম সমুদ্র মন্থনে ।
তুমি যাহা আমি তাহা, খাটি প্রেমে গেলো মায়া ।
বিশুদ্ধ ভাবের ছায়া, আইলো শরীর মনে ।
ঘুচাইয়া মনোবাদ, হৃদয়ে দিলে সংবাদ
দিবে বলে অমরতা, আশা পূর্ণ এ জীবনে ।।