যাবো না সজনী আর সে দেশে ।
যে দেশের মানুষের সনে মন না মিশে ।
স্বদেশে পড়িয়ে রবো, বিদেশে আর নাহি যাবো
অনিমিষে চেয়ে রবো, বাঁশি বাজায় কে এসে ।
আকাশে পাতিয়ে কান, শুনিবো বাঁশির তান ।
সপে দিবো মনপ্রাণ, চরণ উদ্দেশে ।
অকৈতব প্রেমচ্ছটা, কৈতব হয় ঘোর ঘটা
একা আমি সঙ্গে ছয়টা, চালায় তরী বেহুশে ।
প্রাণের মানুষ প্রাণে লয়ে, আড়ালে রবো লুকায়ে
নিরবিলি কথা কবো দুজনে বসে ।
প্রাণেতে মিশায়ে প্রাণ, গাহিবো প্রাণেরই গান
আকাশে উঠিবে তান, মানুষের তালাশে ।
মানুষে মিশায়ে মন, করো মন আরাধন
কহিছে মনোমোহন, আছে সে মানুষে ।।