মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৩২

কেন প্রাণ টানে এত রমণীর পানে ।
কি ধন আছে তারি মাঝে, কেউ কি তা জানে ।
মহাদেব কিছু জেনে, স্থান নিয়েছে ঐ চরণে
মরে আবার বেঁচে ওঠে, তারি কৃপাগুণে ।
একদিন হয়ে অন্নহারা, ভ্রমেছিলো এই ধরা
অন্ন দে অন্ন দে বলে, ভিক্ষা মাগে চরণে ।
কিছু জেনে নন্দের কানু, নৈদায় ধরে নারীর তনু
প্রেমে রসে বিবশ হয়ে, ঐ নাম জপে বদনে ।
খুজে দেখ পাবেনা টের, তার মাঝেতে আছে যা ফের
তুমি আমি বাঁধা আছি, ঐ এক সন্ধানে ।
পতিকে উদরে ধরে, আবার প্রসব করে
তার রাজ্য ছাড়া কার্য দেখে, ভয় লাগে মনে ।
ভেবে কয় মনোমোহন, কি করি বল এখন
জেনে শুনে ধরতে নারি, বলতে পারিনে ।
পঞ্চপ্রেম একাধারে, রমণী হৃদে বিহরে
তাই সে তারা ভুলায়ে রাখে জগত জনে ।
ভুল ভাঙ্গিতে আছে যে পথ, পরম গুহ্য সে মত
ধরা দেয় সে, যেতে পারলে, ভাটি বেয়ে উজানে ।।