বাহ্যভাবে শয্যা করে মনে করছো পারে যেতে ।
হরি অন্তর্যামী না হইলে, পারতে বোধহয় কোনো মতে ।।
মালা তিলক বেশ ভূষণা, খাটবেনা তোর এ নিশানা
চোর কি সাধু যাবে জানা, পারবিনা কানা ঠকাতে ।
কথায় কথায় মুন্সীগিরি, মানষে কয় মহৎ ভারী
খাটবেনা তোর এ চাতুরী, পারেন হরি সব জানিতে ।
আছে টেলিগ্রাফের তার, খবর রাখো নিরে তার
মফঃস্বলের সব সমাচার, নিমিষে যায় সদরেতে ।
ঠকাতে পুলিশ বেটা, করেছো কতই ঘটা
দেখতে পাই কৌপিন আটা, দীর্ঘ ফোটা কপালেতে ।
ভেবে কয় মনোমোহন, বৃথা এ সব বিড়ম্বন
ভাবগ্রাহী হলে হরি, ছাড়বেনা তায় রবির সুতে ।।