কামে প্রেম করিলো বিনাশ ।
স্বকর্মে বিপাকে টানে, না হতে প্রকাশ ।
বহে প্রেম সোমধারা, পুলকে আপনা হারা,
উর্দ্ধগতি মূলাধার, তদূর্দ্ধে নির্মলাকাশ ।
আকাশে প্রকাশে ইন্দু, ঝরে সুধা বিন্দু বিন্দু,
কামিনী কটাক্ষে সিন্ধু, উথলিয়ে হয় হ্রাস ।
আকর্ষণে বিকর্ষণে, স্খলিত মাধ্যাকর্ষণে,
কালের ঘরে ফেলে টেনে, দুর্বল চিদাভাস ।
ধরিতে সরল রেখা, অমনি হয়ে যায় বাকা,
হলোনা সাধন রাখা, লাগিলো অতি তরাস ।
মণিতে জনমে মন, সে ধন বিনে সাধন,
হবেনা যেন কখন, মনোমোহন নিরাশ ।।