মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১০৪

মনমসী করি নিবারণ
মা তুমি চৈতন্য রুপে, হৃদে করো জাগরণ ।
মা তুমি জাগিলে পরে, ভয় থাকেনা এ সংসারে,
দেখা যায় মা বিশ্বজুড়ে, শোনা যায় অপূর্ব শ্রবণ ।
সাধনে শকতি হীন, বাহ্য ভাবে মন লীন,
অপার হেরি সাগর, এক তুমি পারের কারণ ।
সম্মুখে বহু সংকট, সংগ্রাম হেরি বিকট,
সদা প্রাণ ছটফট, করো প্রকট রুপ ধারণ ।।