পাগলারে মন, যে তোরে করেছে সৃষ্টি, ভাব তাহারে ।
তুচ্ছ কর লোক নিন্দা, মান অপমান দেও ছেড়ে ।
ছিলে বা কই, এলে বা কই, ভাব বসে যাবো বা কই
আমি তুমি কার বা কে হই, কার চাকরী কেবা করে ।
জন্ম মরণ আছে লেখা, পাবিনা তুই কারো দেখা
যেমন চিত্রপটের চিত্র আঁকা, ধরগে সেই চিত্রকরে ।
খেলার ঘরে হয়ে গুটি, আসল কাজে দেখি ত্রুটি
মনোমোহন কয় মোটামুটি, উজান চল ভাটি ছেড়ে ।।