যে হাসি হাসিলে পরে, অজস্র কান্দিতে হয়
সে হাসি হাসিতে মোরে, দিও নাহে দয়াময় ।
হলাহল যে অমৃতে, দিওনা তাহা খাইতে
যে সুখে পশ্চাতে দুঃখ, চাহেনা তাহা হৃদয় ।
যে শান্তি টানিয়া আনে, অশান্তি আপনা পানে
না চাহি আনন্দ সেই, পাছে যাহা দুঃখ ময় ।
নিস্করুণ যে করুণায়, হৃদয় দহিয়ে যায়
প্রাণে তাহা নাহি চায়, সে দয়া বাঞ্চিত নয় ।।