তোমার কাছে যেতে প্রভু দাও আমারে পথ করে ।
চলিতে পারিনা আর, কন্টক রয়েছে ঘিরে ।
কাম ক্রোধ লোভ আদি, ঘৃনা লজ্জা ভয় ইত্যাদি
অন্নচিন্তা নিরবধি, হলো বাদি একেবারে ।
মহা বলবান বায়ূ, নাশিতেছে বল আয়ূ
প্রকোপিত পিত্তাধার, জ্বলিছে সদা অন্তরে ।
পান করি হলাহল, হয়েছি অতি দুর্বল
করো হে অন্তঃশীতল, সবল দীনহীনেরে ।
দেহ রাজ্যে দিয়ে শান্তি, ঘুচাও মনের ভ্রান্তি
প্রভু হে বিমল কান্তি, প্রকাশ হৃদি মাঝারে ।।