মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৯৪

যারে দেখতে আকুল, দেখবি যদি শোন বলি সন্ধান তার,
দ্বিদলেতে দিল ধরিয়ে, মিল করিয়ে চেয়ে থাক মন আমার ।
অরুপ স্বরুপ করে এক রুপ, হইয়ে প্রেম লোলুপ,
ভাবরে আরোপের রুপ, ছুটিবে আঁধার ।
ফুটবে কলি দীপশিখা, যা আছে সব যাবে দেখা,
তার ভিতরে বাঁকা সখা, দেখা পেতে পারো তার ।
তারে তারে মিশালে তার, হবে আর এক চমৎকার,
তারের খবর আসবে তারে, জগৎ জোড়া একটি তার ।
সাবধানে মন হুশ নিয়ে, বক বিড়ালের খাপ দেখিয়ে,
চোখ মুদিয়ে ধ্যান ধরিয়ে, মন নিয়ে মন বস আমার ।
শোন বলি কই তোরে ক্ষেপা, ভাবিসনা রে সোনা রুপা,
বশ করিয়ে বস অজপা, কৃপা হবে সেই অকৃপার ।
মন তোমার নাই চিত্তশুদ্ধি, গেলোনা তোর ছেলে বুদ্ধি,
কিসে হবে সাধন সিদ্ধি, মনোমোহনের নাই বেপার ।।