দেখে আমি তাজ্জব হয়েছি
তোমার কর্ম কেবল আর কিছু নয়, আঁকা আঁকি মুছামুছি ।
শিশুর মতো কলম লয়ে, নানা রঙ্গের কালী দিয়ে
এ ব্রহ্মাণ্ড কাগজ পেয়ে, লিখতেছো সব ভোজের বাজী ।
অবকাশ নাই দিনে রেতে, পরিশ্রম নাই খাটতে খাটতে
মাখামাখি পাই না ধরতে, জানতে গিয়ে কান্দতেছি ।
কই তুমি কই কারে বা কই, যারে কই সে শোনে বা কই
আমি তোমার হই বা না হই, তুমি আমার ঠিক বুঝেছি ।
মনোমোহন ভাবিয়ে বলে, নিত্য লীলা কুতূহলে
লীলা নিত্য এক করিলে, মন বলে বেশ বুঝ পেয়েছি ।।