মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৪৩

মন কেনরে ঔষধ খাবি ।
যার কৌশলে জগত চলে, দেখে কি তাই ভুলে যাবি ।।
বস্তুতত্ব বিচার করে, দেখনা কে বিরাজ করে
অখণ্ড মণ্ডলাকারে, ভাসে কার বিরাট ছবি ।
রোগ শোক জন্ম মরণ, সকলই হয় সাধ্য সাধন
হতেছে তার ইচ্ছা পূরণ, লয় বিকাশে পূর্ণ রবি ।
হরে হরে হরি হরি, ঢেলে দিয়ে প্রেমবারি
সর্বনাম যোগ করি, ভাবিয়ে শ্রীরুপ ছবি ।
বিশ্বাসে জ্ঞান অনুপানে, পান কর মনোযোগে
সর্বব্যাধী বিনাশনে, মৃত্যুঞ্জয় হয়ে রবি ।।