দয়াময় নাম মহামন্ত্র, গুরু দিলো আমার কানে
যেন কত শান্তি সুধারাশি, বিতরিল তপ্ত প্রাণে ।
চমকিত মন চমকিত শ্রবণ
শিহরিল হৃদি, তৃষিত নয়ন
অবিরল ধারা ঢালিয়া ঢালিয়া, ঢলিয়া পড়িলো রাঙ্গা চরণে ।
যমুনার জল উজান ছুটিলো
কুহু কুহু করি কোকিল ডাকিলো
শ্যামের বাঁশরী স্বভাবে বাজিলো, তোষিলো কিশোরী মধুরালিঙ্গনে ।
আইলো ধাইয়া মধুকরগণে
চিরফুল্ল ফুলে মধু আহরণে
ভাব পয়োধর উথলিল রঙ্গে, তরঙ্গে তরঙ্গে তার আহবানে ।
মলয়া পরশি সরসী নীরে
পূলকে পূরিলো চিত শিহরে
দিলে মৃত্যূ বিজয়িনী শক্তি সঞ্চারিয়া, প্রেম সুধাসিন্ধু অমিয়া মন্থনে ।
সে আনন্দ প্রাণে মাখিয়া মাখিয়া
আনন্দ চরণ হৃদয়ে রাখিয়া
পরম আনন্দ জ্যোতিরে ডাকিয়া, পাইলো আনন্দ মনোমোহন ।।