মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৪০১

তোমার কৃপাসিন্ধু মাঝে, আমার পাপ বিন্দু পড়ে
ঘোলা হয়ে যাবে বলে, থাকো বুঝি দূরে সরে ।
করেছি পাপ, পেতেছি তাপ, আর বাকী রইলো কি বাপ
তুমি না করিলে মাফ, দীন হীনে দয়া করে ।
আর তো নাহি পথ, ভগ্ন হলো মনোরথ
যা করো দাসত্ব খত, লিখে দিছি জন্মের তরে ।
তব কৃপাসিন্ধু জলে, ধুইয়া পাপ পঙ্কিলে
স্থান দাও পদতলে, দয়াময় রুপ ধরে ।।