খোদে খোদা আল্লা রাধা দোস্ত মোহাম্মদ ।
অজুদে মজুদ সাঁই দমে কেয়ামত ।।
কোরাণে কয় নামাজ রোজা, বেহেস্তে যাওয়ার রাস্তা সোজা
হজরতে কয় লামাও বোঝা, করে খেজমত ।
শরীয়তে করে সন্ধি, তরিকতে বোঝো ফন্দি
হকীকতে ঈমান বান্ধি, করো এবাদত ।
আদমি আদমের জাত, হরদমে করো ইয়াদ
লা শরীক লা মওজুদ আল্লা, ফতে মারফত ।
মনোমোহন পেরেশান, খোজে হিন্দু মুসলমান
করিম কৃষ্ণ রহিম রাম, শিব হজরত ।
বিসমিল্লাতে বিষ্ণু হয়, কির্দগারে দয়াময়
ফাতেমা করিম কালী, আলেক হুম তৎসৎ ।
ইয়াহু পরম হংস, সত্যের নাই কোনো ধ্বংস
আব পানি জলের বংশ, একে হরেক মত ।।