শোক নহে সাধনা তোমার ।
ধাইছে অনন্ত স্রোত, অনাহত গতি তার ।
মনেরই আকর্ষণে, পরোক্ষে তোমারে টানে
মুহুর্মুহু কান্দে প্রাণ, ধরিতে কায়া মায়ার ।
ছদ্মবেশী আলো করা, তারে নাহি যায় ধরা
ছুটে ছুটে আসে প্রাণ, মরীচীকা ভ্রান্তি তার ।
ক্রমে সে কারণ সনে, মিশে যেয়ে সঙ্গোপনে
তারি পদে লয় হয়, অশ্রুজল হাহাকার ।।