মেয়ে কি মেয়ে অমনি মেয়ে, দেখতে চিৎকার ।
পদভরে থর থর, ধরা নাহি সহে ভার ।
প্রসবিয়ে এ ব্রহ্মাণ্ড, করে ধরি অসি মুণ্ড
লণ্ডভণ্ড বিষম কাণ্ড, ঘটাইছে ক বার ।
ষোড়শী ভুবনেশ্বরী ছিন্নমস্তা ভয়ংকরী
কালীতারা মহাবিঘা ভৈরবী আকার ।
মাতঙ্গী কমলাত্মিকা বগলা নামে মাতৃকা
ধূমাবতী প্রচণ্ডিকা বিধবা আচার ।
কখন ভাঙ্গে কখন গড়ে, তা বিনে আর রইতে নারে
তাইতো এত রুপ ধরে, করিছে বিহার ।
পদতলে পতি শুয়ে, লজ্জা খেয়ে লজ্জা পেয়ে
জিভ কেটেছে দেখতে পেয়ে রহস্য অপার ।
তার খেলাতে পড়ে ধরা, পশুপতি পাগলপারা
ব্রহ্মও আপনা হারা ঘুরছে অনিবার ।
ভেবে কয় মনোমোহন, মেয়ের লেখা বুঝবে কি মন
আপনি আপন রেখে গোপন, করছে তোলপাড় ।
প্রসবিয়ে স্তন্য দিয়ে, পালন করে আবার নিয়ে
রঙ্গেতে রমনী হয়ে করিছে সংহার ।
কইতে গেলে মেয়ের কীর্তি, লুপ্ত হয় বিবেক স্মৃতি
দীনদাস মূঢ়মতি, ভক্তি মাত্র সার ।।