মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৩৭

অমৃতময় রবি করুণা কিরণ দানে
আকাঙ্খাতে দীনহীন, তোষ নাথ আকিঞ্চনে ।
চিরদিন পিপাসিত, করুণা কণা বঞ্চিত
ভবভয়ে তরাসিত, তিরপিত কর এক্ষণে ।
প্রভু হে পরম আহলাদ, সহিতে নারি ব্যাঘাত
পূরণ করো সাধ, বাদ বিবাদ মোচনে ।
তোমার রুপ মাধুরী, পারিনা রাখিতে ধরি
অবশ মন আমারই, কি করি দুর্বল প্রাণে ।
দুর্বলে করি সবল, করো প্রাণ সুশীতল
তুমি ধর্ম হিমাচল, পদ কমল আস্বাদনে ।
পাইয়ে অন্তঃশীতল, হই নিত্য নিরমল
প্রেম যমুনার জল, সিঞ্চিত সুধা বরষণে ।।