পোষ মানেনা জঙ্গলা পাখি ।
সে যে এদিক ওদিক ঘুরে বেড়ায়, আমারে দিয়ে ফাঁকি ।
স্বভাব দোষে হয়ে পাজি,
খেলায় সদা ভোজের বাজী,
সে তো কথা লয়না, পাগল ময়না, কেমনে মানায়ে রাখি ।
বলতে চায়না রাধা কালী,
করছে কেবল তালিবালি
তার ভাবে সে ঘুরে সদায়, আমার ভাবে আমি থাকি ।
কামকামিনী পাখা ভরে,
স্বকাম হাওয়াতে উড়ে,
চলে যায় দিগ দিগন্তরে, ফিরে চায় না যদি ডাকি ।
পাখি যখন লয়না পড়া,
এবার বুঝি ডুবলো ভরা,
মনোমোহন ভেবে সারা, সদায় ঝুরে দু আঁখি ।।