মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৪১৯

অহিংসা পরম ধর্ম, সত্যই যদি সত্য হয় ।
সত্য ছেড়ে একে আর দ্বন্দ্ব তো উচিত নয়
হিন্দু কয় মুসলমান, অধর্মী অতি অজ্ঞান
ব্রাহ্ম আর খৃষ্টিয়ান, তারাও তেমনি হয় ।
তারা কয় হিন্দুর ঘরে, যে গড়েছে তারে গড়ে
মাটির পুতুল পূজা করে, ঘটায় বিপর্যয় ।
বৈষ্ণবে কয় শক্তি ধর্ম, কেবলি অসৎ কর্ম
শক্তি কয় বৈষ্ণব ধর্ম কেবলি অধর্মময় ।
কেহ কয় নিরাকার, অখণ্ড মণ্ডলাকার
কেহ বা ভাবে সাকার, বলে নিরাকার কিছু নয় ।
ভাবরে সুবোধ জন, মনে মনে আপন মন
ভেবে কয় মনোমোহন, সত্য যে, সে সত্যই হয় ।
অধর্ম সে ধর্ম নয়, ধর্ম কি অধর্ম হয়
সকল আত্মা ধর্মময়, স্বভাবে বৈষম্য হয় ।
কোরাণ পুরাণ বাইবেল কি বেদ, সকলে বলে অভেদ
ভাবের ঘরে নাই ভেদাভেদ, অভেদী বেদেতে কয় ।
মাটিতে সীমানা পুতে, সবাই থাকে যার যার জোতে
উপরে উঠলে পায় দেখিতে, ইহা উহা কিছু নয় ।
সত্যকে ধর্মবীজ বলে, সত্যে দাও জীবন ঢেলে
মিথ্যা অন্ন স্বপ্নে খেলে, পেট ভরেনা অসুখ হয় ।
ভেবে দেখ আগাগোড়া, সাকারে কি নিরাকারে
যে নিত্য সে লীলা করে, অখণ্ড ব্রহ্মাণ্ডময় ।।