ভবের বাজার হাসপাতালে
রোগীর আর্তনাদে হৃদয় কম্প, কান ফেটে যায় কোলাহলে ।
যত দেখ সুখি ভোগী, কেউ ভালো নয়, সবাই রোগী
চিন্তা জ্বরে জ্বলে মরে, এ জ্বালা জুড়ায়না জলে ।
পুত্র কিম্বা পতি শোকে, ঘা হয়েছে কারো বুকে
জল ঝরিছে সবার চোখে, ঔষধি তার নাহি মিলে ।
দীনহীন কি ধনী মানী, ঠিক নাই কারো মনের মণি
ঘুমে মরে দিন রজনী, হৃদয় জ্বলে দাবানলে ।
কাম কামিনী রাজা যক্ষা, এ রোগে নাই কারো রক্ষা
ধন্বন্তরী দিচ্ছে ব্যাখা, অসাধ্য নিদানের বলে ।
যদি হয় অসাধ্য ব্যাধি, হরির নামই মহৌষধি
মহাজনে দিচ্ছে বিধি, বেদ বিধি কোরাণে বলে ।
মনোমোহনের মনোরথ, তাই ভেবে না পেয়ে পথ
গাছতলাতে করছে বসত, যা হবার কপালে ।।