মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৯৯

করো বা না করো কাম, নাম সত্য জেনে রেখো
জন্ম মরণ আছে যখন, আমমোক্তারি দিয়ে রাখো ।
পড়লে পরে ফেরে কারে, ডাকতেই যখন হয় তারে
তবে কেন বারে বারে, তারে নারে করে থাকো ।
ভাবের গুরু ব্রহ্মময়, জীবের ভাগ্যে দয়াময়
দয়াকে করি আশ্রয়, ভক্তি করি প্রাণে মাখ ।
মনের মতন হয়না কর্ম, ইথে কি বোঝোনা মর্ম
সত্যই রয়েছে ধর্ম, মনো কয় বুঝিয়ে দেখ ।।