মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৫৬

আমি কি তোমার ভজন জানি ।
অভজনে আছো কি না, ভেবে মরি দিন রজনী ।
ভজনে ভজন ছাড়া, অভাজনে দয়া করা
আছে নি তোর আইনের ধারা, সুধারা কর আপনি ।
কি বিধি তোমার বিধি, ভেবে পাইনা নিরবধি
বেদবেদান্ত পুরাণাদি, যার যার ভাবে করে মাইনি ।
কর্মাকর্ম নাহি জ্ঞান, অকর্মে কর্ম বিধান
করো হে করুণা নিদান, করুণাময় নাম শুনি ।
তুমি নিত্য সত্য সৎ, দেখাইয়ে রাজপথ
সারথি হইয়ে রথ চালাও নইলে পাগল বনি ।
চরণে দাসত্বখৎ, লিখে দিনু জন্মের মতো ।
করে লওনা দস্তখৎ, করোনা বিপথগামী ।
প্রলোভনে মুগ্ধ মন, ঘুরে বেড়ায় অনুক্ষণ
কি করে মনোমোহন, যা করে তা অনুমানি ।।