চেয়ে দেখ নিবাসেতে, স্নেহময়ী মা তোমার
কোলে থেকে মা মা বলে, কেন কান্দো অনিবার ।
সমাদরে আদরিনী, আহলাদিনী সে কামিনী,
বক্ষে নিয়ে পুত্র কন্যা, সাজিয়াছে পরিবার ।
আঁধারে আলোক রাশি, খেলিতেছে হাসি হাসি,
কি সুন্দর মেশামিশি, জাতিবর্ণ একাকার ।
সর্বশক্তি থরে থরে, বিরাজিত ঘরে ঘরে
জগন্ময়ী মা তোমারই, এ বিশ্ব সন্ততি তার ।।