নামে রুপে দুজনাতে লাগলো ঘোর বচসা ।
শুনে সব সাধু গুরু, দেখতে এলো তামাসা
নামে কয় রুপের মন্দ, নামে রুপে দোহে দ্বন্দ্ব
শুনিতে বড় আনন্দ, জবানবন্দী দেয় খোলাসা ।
নাম বলে আমি কাণ্ডারী, সাজাইয়া ভবের তরী
সাধু জনায় পার করি, যে করেছে আশা ।
রুপ বলে ক্রুদ্ধ হয়ে, আমি দেই চক্ষু ফুটায়ে
অন্ধকারে আলো দিয়ে, তবে হয় রাস্তা খোলাসা ।
নাম বলে তুই বেটা অন্ধ, কেন করিস মিছে দ্বন্দ্ব
আমি ঘুচাই সকল সন্দ, ছুটাইয়া দেই কুয়াশা ।
দুজনায় দেখে বিকল, মনোমোহন হাসে খলখল
বিবাদ ভঞ্জন করে বলে, প্রভেদ নাই তার রতি মাষা ।।