মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৩৭

ভালবাসি বলে রে শ্যাম, এত দাগা সয়ে থাকি ।
নইলে কি আর সইতো এত, ভাঙ্গতো খাচা, উড়তো পাখি ।
তোমার আমার ভালবাসা, যেমন মহাজনের সুদকষা
কম হইলে তার রতি মাষা, উলটিয়ে থাকো আঁখি ।
ভেবে কয় মনোমোহন, ম্যাদের সংখ্যা নাই নিরুপণ
ঋণ ফুরায়না জন্ম মরণ, সুদের সুদ তার থাকে বাকী ।
কয়বার বাকী কয়বার টান, এ বাকীর আর নাই ফুরান
জমা খরচ করে সমান, চোখ মুদিলে সবই ফাঁকি ।।