আমার আমিত্ব লয়ে, ধেয়ে চলিয়াছি ভেসে ।
কে জানে কোথায় যাই, না জানি যাবো কোন দেশে ।
অনন্তে অনন্ত গতি, কোথা গেলে পাবো স্থিতি
কুমতি দুর্মতি অতি, দীনহীন কাঙ্গালের বেশে
তরঙ্গে তরঙ্গে আমি, সঙ্গে রঙ্গে আমি তুমি
মিলিয়া অনন্তে আমি, খেলিয়া সে তুমি শেষে ।
উর্মিময় অতল জলে, আমিত্ব খেলি কৌশলে
স্মৃতিহীন অতল তলে, সদলে কৌতুকে মিলে ।
অনন্তের নাহি পার, অনন্তে গতি আমার
অন্তহীন সে পারাবার, পার হইবো কোন সাহসে ।
অনন্ত স্রোতেরই টান, টান দিতেছে মহাপ্রাণ
মনোমোহন কয় আত্মদান, করিলে তার পাবি দিশে ।।