মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৪০২

আমার মত বোকা কয় জনা
আমি আমার বোঝা ভারী, ভেবে মরি জগৎখানা ।
জ্ঞান তরুতে বেন্ধে কলম, কেটে এনে করলেম রোপন
পারিনাই তাই নিতে যতন, ভালো করে ষোলো আনা ।
না হতে শিকড়ে জোর, নাড়া চাড়া দেই প্রচুর
না ধরতে কুল আকুল হৃদয়, ফল পাড়িতে দেই হানা ।
অহঙ্কারে মাতোয়ারা, বাগিচায় না দিলাম বেড়া
ভাঙলো এসে আগাগোড়া, ছাগল গরু ভেড়ার ছানা ।
গুরুদত্ত তত্বরস, না করে আপন বশ
বিলাইলাম নিতে যশ, অপযশ তাই ঘুচলো না ।
ছেলে বুদ্ধি কর্মদোষে, হারায়ে সব আছি বসে
কি হয় জানি অবশেষে, ভেবে আকুল পাগল মনা ।।