মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৮২

ফকীরি লইতে মোমীন মনে যদি আছে ।
আগে এক ব মাঝে দুই ব, তিন শ রেখো পাছে ।
মুর্শীদের কথা লইয়া, সাধরে আনন্দ হইয়া
থাকতে পারলে রইয়া সইয়া হাসিলি আছে ।
জরু লাড়কা দুনিয়ার, কেবা সঙ্গে যাবে কার
দুই চক্ষু বুজিয়া গেলে, সকলই মিছে ।
কালেবে আলেক সাঁই, তালাশিয়া দেখ ভাই
মক্কা মদীনা যত সকলই কাছে ।
দিলের গড়রী ছাড়, হাকিমের হুকুম ধর
কেয়ামত স্মরণ কর, কি হবে পিছে ।
আপ্তাবদ্দি নিরুপায়, মুর্শীদ কহিছে তায়
সাবুদ ঈমানে চায়, পায় নইলে মিছে ।।