মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৪

আমি ভুলি না তোর ফাঁকা ডাকে ।
চিরদিন তারি আমি যে আমারি তাকে থাকে ।।
যেমন বিলাতি ফটোগ্রাফি, আয়নার সাজে ঢাকা ছবি,
তেমন করে আছি আমি, ভক্তজনার প্রাণে জেগে ।
কপট অনুরাগে, ভুলিনা কারো ডাকে,
সত্যই যার প্রাণে চায়, তার প্রাণে রয়েছি জেগে ।
ভক্ত আমার হৃদয় মন, আমি ভক্তের হৃদয়ের ধন,
কহিছে মনোমোহন, আপনি আছেন আপন ঢেকে ।।