মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১২৬

লীলাতে লুকায়ে আর থেকোনা মা কুতূহলে ।
আনন্দে আনন্দময়ী, কেলি করো হৃদকমলে ।
লীলাতে লুকায়ে অঙ্গ, আর করোনা আমায় ব্যাঙ্গ,
ছেড়ে দে মা এ প্রসঙ্গ, রঙ্গ ছেড়ে নে মা কোলে ।
রঙ্গিনী তোর রঙ্গের ফেরে, অনন্ত ব্রহ্মাণ্ড ঘোরে,
তারে ঘুরাও কি করে মা, যে তোমারে নাহি ভোলে ।
পিতার বাক্য করে ঐক্য, মা তোমায় করেছি লক্ষ্য,
এ দুস্তরে রক্ষ রক্ষ, মনোমোহন তোর অবোধ ছেলে ।।