তুমি কাছে ডেকে নিলে, আমি কি আর দূরে যাই ।
তোমারে পাইলে তবে, আর কিছু কি পেতে চাই ।
খেলার ঘরে পেতে খেলা, খেল দিতেছো সারা বেলা
কখন জিতি কখন হারি, কি করি বুঝিনা তাই ।
হাসি কান্দি নাচি গাই, ঘুরালে ঘুরে বেড়াই
পেট ভরে দুবেলা খেয়ে, কখন শুয়ে নিদ্রা যাই ।
কখন বাঁধি বাড়ি ঘর, কখন ভাবি আপন পর
কখন বা করি নির্ভর, অকূল যখন দেখতে পাই ।
কখন কখন স্বপন দেখি, তুমি আমি মাখামাখি
কখন বা ঝরে দু আঁখি, কি জানি কি পেতে চাই
কখন বা কার আশায় থাকি, চঞ্চল হয় প্রাণপাখি
আবার যেন কি ভেবে কি, লুকি দিয়ে থাকে তাই ।
জন্ম মরণ আগে পাছে, খেলোয়ারে খেল দিতেছে
মনোমোহনের মন ছুটেছে, খেল ভেঙ্গে কূল পেতে চাই ।।