নবঘন নিবিড় কাল, সিতশ্যামল, কর্পূর ধবল জগজন মনোহারী ।
অসি খর্পর মুরলী ধর, ত্রিশূল পিণাকধারী ।।
লম্বিত চিকুর, শিখি পাখা চূড়, জটাজুট মণ্ডিত শির ।
রুধির সিকত, চন্দন চর্চ্চিত, ভস্ম বিলেপিত ত্রিপুরারী ।
দিগবসন পীতবসন, ব্যাঘ্রচর্ম পরিধান ।
শ্মশানে নিবাস, বৃন্দাবনে বাস, কাশী কৈলাশ বিহারী ।।
নয়ন উৎপল চমকিত চপল, নেশা বিহ্বল ঢলঢল ।
অসুর নিধন গোপিকারমণ, কন্দর্প দমনকারী ।।
ডাকিনী যোগীনি গোপ গোপিনী, বেতাল ভৈরব সংহতি ।
মুণ্ডমালা গলে, বনমালা দোলে, ভুজঙ্গ রুদ্রাক্ষ বেড়ী ।।
জবাচরণে তুলসী নলিনে, ধুস্তর বিল্বদল সনে ।
নমঃ কালীকায়, নমঃ কেশবায়, নমঃ শিবায় সন্তাপহারী ।।
কালীকৃষ্ণ শিবযোগে ব্রহ্মভাব, ব্রহ্মানন্দ হৃদবিহারী ।
সত্য সুধাসিন্ধু প্রেমপূর্ণ ইন্দু, দয়া দীনবন্ধু মনো তোমারই ।।